বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক এ্যান্ড সিইও
সামালা গ্রুপ
মুসাফির ভিলা (৪র্থ তলা), ৫০৭, মালিবাগ রেল গেইট, ঢাকা-১২১৭
বিষয় : FamilyShop Incharge (FI) পদ /Panel প্রাপ্তির আবেদন.
মাধ্যম : সংশ্লিষ্ট FCO/AD
জনাব,
আমি বিশস্থ সূত্রে জানতে পারলাম যে সামালা গ্রুপের দেশের............................................রিজিওনের ...................................... এরিয়ার............................... থানার FamilyShop Incharge (FI) পদ-প্রার্থী হিসাবে FI সংক্রন্ত অপর পাতায় কোম্পানির আরোপিত নিয়মাবলী / শর্তাবলী মেনে FI হতে ইচ্ছুক। সে লক্ষ্যে আপনার সদয় বিবেচনার জন্য আমার তথ্যাদী পেশ করলাম।
উক্ত বর্ণনা ও তথ্যাদির ভিত্তিতে আমাকে হিসাবে নিয়োগ প্রদান করতে মর্জি হয়।
তারিখ : ........................ বিনীত নিবেদক
স্বাক্ষর :...................
পূর্ণনাম :...................
সংযুক্তি :
- পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (সিভি)
- শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদ পত্রের ফটোকপি
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি
FamilyShop Incharge (FI) নিয়োগ নীতিমালা
১. (ক) যিনি Owner FI (উদ্দ্যোক্তা) হবেন তার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান আর Employee FI হলে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান, বয়স নূন্যতম ২৫ (পঁচিশ) বছর এবং কম্পিউটার অপারেটিং ও ইন্টারনেট ব্রাউজিং-এ নলেজ থাকতে হবে। FI হবেন একমুখী অর্থাৎ FI হিসাবে অর্পিত দায়িত্ব-কর্তব্য পালন-ই তার একমাত্র পেশা।
(খ) একটি থানায় মাত্র একটি FamilyShop (FI) হবে।
২. সংশ্লিষ্ট থানা উল্লেখ পূর্বক এন আই-ডি ও দুই কপি ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও ট্রেড লাইসেন্স জমা দিয়ে কোম্পানির সাথে চুক্তি পত্র করতঃ প্রথম মাস নিম্ন লিখিত কাজ সমূহ সম্পাদন করতে হবে:
(ক) Initial FamilyShop-এর জন্য Owner FI নিজস্ব ব্যয়/বিনিয়োগে ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার ও দুইটি সেট ফার্নিচার (সুকেস সহ) অন্তত: ৩০০ (তিনশত) বর্গ ফুটের একটি রুম সেটাপ করতঃ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকার Product ও ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার Balance Order Place করতে হবে।
কোম্পানি ব্যাংক এ্যাকাউন্ট-এ টাকা প্রাপ্তির তিন কার্য দিবস এর মধ্যে কোম্পানি তার খরচে সংশ্লিষ্ট FI Point-এ পণ্য পৌছিয়ে দিবে অথবা FI নিজে উপস্থিত থেকে টাকা পরিশোধ করতঃ পণ্য বুঝে নিবেন
(খ) FI কর্তৃক বাছাইকৃত একজন অফিস সহকারি (Accounts-IT) ও দুই জন Business Promoter (BP) সহ ট্রেইনিং গ্রহণ।
(গ) সংশ্লিষ্ট FI Point-কে ঘিরে ১২টি কেন্দ্রª (Sales Point) গঠন ও ১২(বারো) জন কেন্দ্র প্রধান নির্বাচন করতঃ কেন্দ্র ভিত্তিক Customer ও FI Point ভিত্তিক Distributor Registration তথা Sales কার্যক্রম শুরু করতে হবে।
(ঘ) Familyshop Shareholder(Vendor) Sourcing Work শুরু করতে হবে।
(ঙ) ট্রেইনিং পিরিয়ড-এ FI ও BP শুধু অর্জিত কমিশন প্রাপ্ত হবেন এবং অফিস সহকারীর জন্য কোন Salary প্রযোজ্য হবে না।
৩. FI এর সুবিধাসমূহ : FI দুইটি ক্যাটাগরিতে নিয়োগ হবে এবং সুযোগ-সুবিধা নিম্নরুপঃ
Category ‘A’(Owner FI) :
(ক) প্রথম ৩(তিন)/৬(ছয়) মাস সেলারি ১৫,৫০০/-(পনের হাজার পাঁচশত) টাকা + কমিশন Customer Function থেকে 12.5% , Distributor Function থেকে 8%+ Withdrawal Received ও Paid Up Incentive 2% প্রাপ্তি ।
(খ) FI কে E-Commerce Function এর Net Profit এর 25% প্রদান।
(গ) Company তার নীতিমালা অনুযায়ী FamilyShop Space ভাড়া এবং অফিস সহকারী (Accounts-IT), প্রয়োজনীয় সংখ্যক BP ও অন্যান্য Employee নিয়োগ প্রদান করত: তাদের বেতন+ টিএডিএ পরিশোধ করবে।
NB: Owner FI হিসাবে সেলারি প্রাপ্তির শর্ত হল, নিয়োগ প্রাপ্তির ১ম মাস থেকে Professionally সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সময় দিয়ে অন্তত: ২(দুই)জন BP-র Sales Target Fill Up করাতে হবে। Complete FamilyShop Setup পরবর্তী মাস থেকে FI এর জন্য নতুন বেতন কাঠামো (২০০০০/- +)তৈরি হবে। উল্লেখ্য যে, Owner FI(Category ‘A’) নিজে সরাসরি FI হিসাবে দায়িত্ব পালন করবেন/ FI হিসাবে লোক নিয়োগ দিয়েও দায়িত্ব পালন করাতে পারবেন।
Category ‘B’ (Employee FI):
Employee FI Point কোম্পানির নিজস্ব ব্যয়/বিনিয়োগে Setup হবে। আপনি (২য় পক্ষ) Employee FI হিসাবে Company ও আপনি(২য় পক্ষ) উভয় পক্ষের আলোচনা ও সিদ্ধান্তক্রমে জামানত প্রদান সাপেক্ষে নিয়োগ নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রাপ্ত হলে আপনি নিম্নলিখিত সুবিধাসমূহ প্রাপ্ত হবেন:
শিক্ষানবিশ প্রথম ৩(তিন)/৬(ছয়) মাস সেলারি ১৫,৫০০/-(পনের হাজার পাঁচশত) টাকা + কর্ম সংশ্লিষ্ট টিএডিএ । শর্ত হল, নিয়োগ প্রাপ্তির ১ম মাস থেকে Professoinally সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সময় দিয়ে অন্তত: ২(দুই) জন BP-র Sales Target Fillup করাতে হবে। Complete Familyshop Setup পরবর্তী মাস থেকে স্থায়ী নিয়োগে FI-র জন্য নতুন বেতন কাঠামো (২০,০০০/- +) তৈরি হবে।
৪. (ক) চুক্তিপত্রের ৬(ছয়) থেকে ৯(নয়) মাসের মধ্যে ৫(পাঁচ) জন BP-র মাধ্যমে ৩০(ত্রিশ) টি কেন্দ্রে মিনিমাম ৩,০০০ (তিন হাজার) Verified Customer তৈরি ও প্রয়োজনীয় সংখ্যক Vendor Setup এবং প্রয়োজনে সংশ্লিষ্ট CD-RD-AD-FCO-BP-র সহযোগিতায় প্রয়োজনীয় সংখ্যক Vendor সংগ্রহ করে অন্তত : ১০০০(এক হাজার) বর্গফুট অফিস নিয়ে Complete FamilyShop Setup দিতে হবে। Vendor- দের সাথে Owner FI তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষে/কোম্পানী সরাসরি চুক্তিপত্র সম্পাদন করবেন।
(খ) 1জন FI Maximum 8(আট) জন BP Setup নিতে পারবেন। সকল BP , সংশ্লিষ্ট FI Panel নামের User ID-সমূহের Link-G mivmwi Setup হবে।
(গ) FI, সংশ্লিষ্ট BP-দের সার্বিক কার্যক্রম মনিটরিং/সুপারভাজিং করত: কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে তাদের Daily/ Weekly Monthly Sales Target Fill up করাবেন|
৫. নির্দিষ্ট প্রয়োজনে, FI তার থানার মধ্যে Agent নিয়োগ দিতে পারবেন।
৬. কোন পক্ষ Company / FI-কোন কারণে চুক্তিপত্র বাতিল করতে চাইলে এক পক্ষ আরেক পক্ষকে অন্তত : একমাস আগে লিখিত ভাবে জানাতে হবে। হিসাব-নিকাশের পর দেনা-পাওনা পরিশোধের জন্য(যদি থাকে) উভয় পক্ষই ৩০ (ত্রিশ) দিন সময় পাবেন।
৭. কোম্পানীর ক্ষতি হয় / কোম্পানীর বিব্রতকর অবস্থায় পড়ে, এমন কাজে/ আচরণে FI কোন ভাবেই সম্পৃক্ত হতে পারবেন না।
NB: FI Panel-এ প্রতিদিনকার সেলস্ এর সমুদয় টাকা পরের দিন দুপুর এক টার মধ্যে কোম্পানির ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে হবে-চাহিবামাত্র জমাকৃত টাকার প্রোডাক্ট সংশ্লিষ্ট FI-কে সরবরাহ করা হবে।
আমি FI নিয়োগ নীতিমালার উপরোল্লিখিত নিয়মাবলী/শর্তাবলী ভালভাবে পড়িয়া / অন্যের দ্বারা পড়াইয়া উহার মর্ম সম্যক অবগত এবং সেইগুলি মানিয়া চলিতে অঙ্গীকারাবদ্ধ হইয়া সুস্থ মস্তিষ্কে ও সরল মনে অন্যের বিনা প্ররোচনায় FI হিসাবে নিয়োগ প্রাপ্তির জন্য সম্মতি জ্ঞাপন করিলাম ।
স্বাক্ষর : ...................
তারিখ : ...................
পূর্ণনাম :..................