বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক এ্যান্ড সিইও
সামালা গ্রুপ,
মুসাফির ভিলা (৪র্থ তলা), ৫০৭, মালিবাগ রেল গেইট, ঢাকা-১২১৭
বিষয় : Corporate Director (CD) পদে নিয়োগ প্রাপ্তির আবেদন।
মাধ্যম : Managaing Director & CEO.
জনাব,
আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে, সামালা গ্রুপের কর্পোরেট অফিস ভিত্তিক CD নিয়োগ দেওয়া হবে। আমি কর্পোরেট অফিস (বাংলাদেশ)-এর একজন CD পদ প্রার্থী হিসাবে CD সংক্রান্ত অপর পাতায় কোম্পানীর আরোপিত নিয়মাবলী/শর্তাবলী মেনে CD হতে ইচ্ছুক। সে লক্ষ্যে আপনার সদয় বিবেচনার জন্য আমার তথ্যাদি পেশ করলাম।
ক্রমিক নং | বিবরণ |
|
নাম: |
|
পিতার নাম: |
|
মাতার নাম: |
|
স্থায়ী ঠিকানা:-গ্রাম/মহল্লা: পো: থানা /উপজেলা: জেলা: |
|
বর্তমান ঠিকানা: |
|
এন আই-ডি নং : |
|
পাসপোর্ট নং : (যদি থাকে ) |
|
মোবাইল নং : |
|
ই-মেইল আইডি : |
উক্ত বর্ণনা ও তথ্যাদির ভিত্তিতে আমাকে CD হিসাবে নিয়োগ প্রদান করতে মর্জি হয়।
তারিখ : ........................ বিনীত নিবেদক
স্বাক্ষর :...................
পূর্ণনাম :...................
সংযুক্তি :
- পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (সিভি)
- শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদপত্রের ফটোকপি
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি।
Corporate Director(CD) নিয়োগ নীতিমালা
- 1. (ক) CD হবেন বাংলাদেশের জন্মগত নাগরিক এবং সংশ্লিষ্ট দেশে বসবাসকারী । CD হবেন একমুখী অর্থাৎ CD হিসাবে অর্পিত দায়িত্ব-কর্তব্য পালন-ই তার একমাত্র পেশা।
- (খ) শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স/সমমান পাশ, বয়স নূন্যতম ৩৫ বৎসর এবং কম্পিউটার অপারেটিং ও ইন্টারনেট ব্রাউজিং এ নলেজ থাকতে হবে। মার্কেটিং ও সেলস্ কার্যক্রমে অভিজ্ঞতা ও সহজাত আগ্রহ থাকতে হবে।
- 2. শিক্ষানবিশ প্রথম ৩(তিন)/৬(ছয়) মাস CD Salary 35,000/-((পঁয়ত্রিশ হাজার) টাকা + কর্ম সংশ্লিষ্ট টিএ/ডিএ। ১৬ (ষোল) জন RD নিয়োগ (সেটআপ) হওয়ার পর CD স্থায়ী নিয়োগ প্রাপ্ত হবেন এবং স্থায়ী নিয়োগে Salary হবে 45,000/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা + কর্ম সংশ্লিষ্ট টিএ /ডিএ। CD ও কোম্পানি উভয় পক্ষের আলোচনা ও সিদ্ধান্তক্রমে CD-র জন্য সংশ্লিষ্ট CD সংগঠনের Total Sales-এর উপর একটা পারসেনটেজ ধরা হবে। এ ক্ষেত্রে CD-র নামে/বেনামে কোন Distributor ID থাকতে পারবে না।
Sales Target ও করণীয়
- ১. CD সংশ্লিষ্ট Corporate Office-এর Incharge হিসাবে Corporate Office এর Management ও Development কার্যক্রম পরিচালনা করবেন/করাবেন। CD Point FI Setup করত: প্রাথমিক পর্যায়ে (প্রথম তিন/ছয় মাস) FI Office থেকে CD কার্যক্রম শুরু করতে হবে। পরবর্তীতে কোম্পানি নিজ ব্যয়ে/বিনিয়োগে Complete Corporate Office Setup করে দিবে।
- ২. CD সংগঠনে ১৬(ষোল) জন RD Setup না হওয়া পর্যন্ত প্রতিমাসে অন্তত: ২(দুই) জন Regional Director(RD) নিয়োগ দেওয়ানো ও RD Point FamilyShop Setup করা এবং সংশ্লিষ্ট RD-দের কার্যক্রম সুপারভাইজিং ও মনিটরিং করত: তাদের Daily/Weekly/Monthly Sales Target Fillup করাতে হবে।
- ৩. CD-র প্রতি বরাদ্দকৃত SAMALA Group-এর শেয়ারের পরিমাণ ৫,০০০/-(পাঁচ হাজার) শেয়ার CD নিজে Purchase করবেন/ অন্যকে করাবেন। যিনি শেয়ার Purchase করবেন,তিনি হবেন SAMALA Group-এর Shareholder.
- ৪. CD Panel-এ আগত ও CD Panel নামে Distributor User ID-সমূহের যাবতীয় ইনকাম থেকে কর্পোরেট অফিস ভাড়া, CD-সহ স্টাফ সেলারি ও অন্যান্য ব্যয় মিটানো হবে।
- ৫. সপ্তাহে কর্মদিবস ৬(ছয়) দিন। শুক্রবার সাপ্তাহিক ছুটি। প্রতিদিন সকাল ১০(দশ) টা থেকে রাত ৮(আট) টা পর্যন্ত হাজিরা ও মুভমেন্ট রেজিস্টার মেইনটেইন করত: কাজ করতে হবে এবং Daily Working Report Daily MD বরাবর জমা দিতে হবে।
- ৬. CD, Corporate Office Management কার্যক্রম পরিচালনার জন্য ১ জন Corporate Manager(CM),1 জন Corporate Accountant(CA),1 জন Receiptionist,1 জন Office Peon নিয়োগ দেওয়াবেন।
- ৭. স্থায়ী নিয়োগের মাস থেকে CD-র জন্য এককভাবে Car বরাদ্দ হবে।
- ৮. CD সংশ্লিষ্ট FamilyShop-এর প্রয়োজনীয় সংখ্যক Vendor সংগ্রহে FI-কে সার্বিক সহযোগিতা করবেন।
আমি CD নিয়োগ নীতিমালার উপরোল্লিখিত নিয়মাবলী/শর্তাবলী ভালভাবে পড়িয়া / অন্যের দ্বারা পড়াইয়া উহার মর্ম সম্যক অবগত এবং সেইগুলি মানিয়া চলিতে অঙ্গীকারাবদ্ধ হইয়া সুস্থ মস্তিষ্কে ও সরল মনে অন্যের বিনা প্ররোচনায় CD হিসাবে নিয়োগ প্রাপ্তির জন্য সম্মতি জ্ঞাপন করিলাম ।
স্বাক্ষর :
তারিখ : ...................
পূর্ণনাম :......………….